মাধবপুরে ১ মাসে করানোর ৪র্থ ডোজ টিকা গ্রহণ করেছে প্রায় ৪ হাজার মানুষ
প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন | সারাদেশ

শেখ জাহান রনি (মাধবপুর, হবিগঞ্জ) :
করোনার চতুর্থ ডোজ দেওয়া শুরু হওয়ার পর মাধবপুরে গত ১ মাসে প্রায় ৪ হাজার নারী পুরুষ টিকা গ্রহণ করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে গত বছরের ২০ ডিসেম্বর থেকে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী, ৬০ বছর এবং তদুর্ধ বয়সী, ১৮ বছর ও তদুর্ধ বয়সী স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্টির লোকজন, গর্ভবতী ও দুগ্ধ দানকারী মা, দীর্ঘ মেয়াদী ও জটিল রোগে আক্রান্ত এবং সম্মুখসারীর যোদ্ধা(ফ্রন্ট লাইনার্স)দের কোভিড-১৯ এর চতুর্থ ডোজের টিকা দেওয়া শুরু হলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড বুথে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।চতুর্থ ডোজের টিকা গ্রহণে মহিলাদের তুলনায় পুরুষদের সরব উপস্থিতির কথা জানিয়ে সূত্রটি জানায় এ টিকা প্রদান তথ্য সংরক্ষণের সফটওয়্যার এখনো আপডেট না হওয়ায় টিকা গ্রহীতাদের তথ্য ইনপুট দিতে না পারায় চতুর্থ ডোজ টিকা গ্রহীতাদের সঠিক সংখ্যা বলা যাচ্ছে না তবে এই সংখ্যা প্রায় ৪ হাজার হতে পারে বলে তাদের কাছে রক্ষিত টিকাকার্ডের কপি হিসাব করে তারা ধারণা করছেন।প্রকৃত তথ্য পেতে সফটওয়্যার আপডেট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও সূত্রটি জানায়।তবে গত ১ মাসে চতুর্থ ডোজ টিকা নেওয়ার পর টিকাগ্রহীতাদের ক্ষেত্রে কোনো শারীরিক জটিলতা দেখা দিয়েছে এমন কোনো ঘটনা স্বাস্থ্য কমপ্লেক্সের নজরে আসেনি বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন জাানান,করোনার চতুর্থ ডোজ গ্রহনে মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে।সন্তোষজনকভাবে এ কার্যক্রম চলছে বলেও তিনি জানিয়েছেন।